তুর্কী সিরিজ "দিরিলিস আরতুগরুল" দেখে মার্কিন নারীর ইসলাম গ্রহণ।
তুর্কী সিরিজ "দিরিলিস আরতুগরুল" দেখে মার্কিন নারীর ইসলাম গ্রহণ।
তুরস্কের জনপ্রিয় টিভি সিরিজ 'রেজারেকশন: আরতুগ্রুল' দেখে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন ৬০ বছর বয়সী এক মার্কিন নারী।
উইসকনিনের ওই নারী তুরস্কের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সিকে জানিয়েছেন, নেটফ্লিক্সে সিরিজটি দেখার পর তিনি ইসলাম গ্রহণ করেন। নিজের নাম পরিবর্তন করে রাখেন 'খাদিজা'। ইতিহাস সম্পর্কে আমি বরাবরই আগ্রহী।
সেই আগ্রহ থেকেই আমি এটা (সিরিজটা) সম্পর্কে জানতে পারি।
এরপর বিস্তারিত খোঁজখবর নিয়ে সিরিজটি দেখা শুরু করি। কয়েক পর্ব দেখার পরই ইসলাম সম্পর্কে আমার আগ্রহ তৈরি হয়।' বলছিলেন খাদিজা।
সিরিজটি সম্পর্কে তিনি বলেন, এটা এমন একটা ইতিহাস নিয়ে তৈরি যা সম্পর্কে আমার আগে কোন ধারণাই ছিল না। তিনি জানান, সিরিজটিতে মুহিউদ্দিন ইবনে আরাবির ডায়ালগগুলে তাকে জীবনের নতুন অর্থ শিখিয়েছে। ইবনে আরাবির কথাগুলো তাকে ভাবিয়েছে, কখনো কখনো কাঁদিয়েছে।
দীর্ঘ এ সিরিজটির এপিসোডগুলো চারবার দেখে ফেলেছেন খাদিজা।
পঞ্চমবার দেখা শুরু করেছেন বলে জানিয়েছেন। এই সিরিজটির মধ্যমেই মূলত ইসলামের সঙ্গে তার পরিচয়।
'আমি নতুন ইতিহাস সম্পর্কে জানতে শুরু করি। এটা ধর্ম সম্পর্কে আমার দৃষ্টি খুলে দেয়। বলছিলেন খাদিজা।
ছয় সন্তানের জননী খাদিজা আগে একজন ব্যাপ্টিস্ট খ্রিস্টান ছিলেন।
'রেজারেকশন: আরতুগ্রুল' দেখার পর তিনি ইসলাম সম্পর্কে আরো গভীরভাবে জানতে কোরআনের ইংরেজি অনুবাদ পড়া শুরু করেন।
তিনি জানান, আমার মাথায় যে প্রশ্নগুলো ঘুরপাক খাচ্ছিল তার উত্তর মিলতে থাকে কোরআন পড়েই। ইসলাম সম্পর্কে মোটামুটি জানাশোনার পর একদিন তিনি স্থানীয় একটি মসজিদে যান। সেখানে উপস্থিত মুসল্লিরা তাকে দেখে অবাক হন। খাদিজা বলেন, আমি ওইদিনই ইসলাম গ্রহণ করি।
নিজের ইসলাম গ্রহণের কথা বন্ধুদের জানানোর পর তারাও অবাক হয়ে যান। সবাই ভাবতে থাকেন, তাকে ব্রেইনওয়াশ করা হয়েছে।
'আমি মানুষের সঙ্গে এ বিষয়ে বেশি কথাবার্তা বলি না। আমি তাদের বিশ্বাসে হস্তক্ষেপ করি না। আমার বিশ্বাসে হস্তক্ষেপ করার কোনো কারণও তাদের নেই।' বলছিলেন খাদিজা।
'রেজারেকশন: আরতুগ্রুল' সিরিজকে 'তুর্কি গেম অব থ্রোনস' হিসেবে আখ্যা দেয়া হয়। ১৩ শতাব্দীতে আনাতোলিয়ায় ওসামানীয় সম্রাজ্য প্রতিষ্ঠার আগের ইতিহাস অবলম্বনে তৈরি করা হয়েছে সিরিজটি। এতে ইতিহাসের অন্যতম শক্তিশালী এ সম্রাজ্যের প্রতিষ্ঠাতা প্রথম ওসমানের বাবা আরতুগ্রুল গাজীর সংগ্রামের চিত্র উঠে এসেছে।
ইসলাম গ্রহণের কাহিনী,ইসলাম,ইসলাম গ্রহণ,মার্কিন,মার্কিন নারীর ইসলাম গ্রহণ,ইসলাম ধর্ম গ্রহণ,মার্কিন নারীর ইসলাম ধর্ম গ্রহণ,কেন ইসলাম গ্রহণ করলেন এই মার্কিন নারী?,কিভাবে মার্কিন নারী ইসলাম গ্রহণ করল,নওমুসলিমদের ইসলাম গ্রহণ,তুর্কি সিরিজ দেখে ইসলাম গ্রহণ করলেন মার্কিন নারী,এক মার্কিন নারী ডাক্তারের ইসলাম ধর্ম গ্রহণের ঘটনায়,বিশ্ব সুন্দরী মার্কিন কারিন কুবা ইসলাম গ্রহণ করলেন,ইসলাম ধর্ম,প্রেমের টানে গাজীপুরে এসে মার্কিন তরুণের ইসলাম গ্রহণ,আরতুগ্রুল সিরিজ দেখে ইসলাম ধর্ম গ্রহণ করলো এক মার্কিন নারী।
দিরিলিস আরতুগ্রুল,দিরিলিস আর্তুগ্রুল,দিরিলিস আরতুগ্রুল গাজীর জীবনী,দিরিলিস আরতুগরুল,দিরিলিস আরতুগুল,দিরিলিস আরতুগ্রুল গাজী,আরতুগরুল,দিরিলিস এরতুগ্রুল,দিরিলিস,আরতুগ্রুল,আরতুগ্রুল গাজী,আরতুগ্রুল গাজীর,দিরিলিস আর্তুগ্রাল,আরতুগ্রুল গাজীর জীবনী,দিরিলিস সিজন ২,এরতুগরুল গাজী,ছিলেন আরতুগ্রুল গাজী,দিরিলিসে এরদোগান,আরতুগ্রুল গাজী বুক রিভিও,আরতুগ্রুল গাজীর ইতিহাস,দিরিলিস আরতুগ্রুল গাজীর জীবনী ও ওসমানীয় সাম্রাজ্যর প্রতিষ্ঠার ইতিহাস,দিরিলিস আরতুগ্রুল গাজীর জীবনী ও উসমানীয় সাম্রাজ্যর প্রতিষ্ঠার ইতিহাস।
তুর্কী সিরিজ,তুরস্ক,টিভি সিরিজ,তুর্কী,সিরিজ,নতুন টিভি সিরিজ,আরতুগ্রুল সিরিজ,সিরিজ রিভিউ,টিভি সিরিজ রিভিউ,আরতুগ্রুল সিরিজ বাংলাদেশ,বাংলা ডাবিং আরতুগ্রুল সিরিজ,সর্বকালের সেরা ১০টি টিভি সিরিজ,তুরস্ক 2023,তুরস্ক দেশ সম্পর্কে,কেমন হবে তুরস্কা,তুরস্ক বনাম গ্রিস সামরিক শক্তি,সারাবিশ্ব কাঁপানো ১০ তুর্কি মুভি,তুরস্কের সিরিজের যে দৃশ্য দেখে চোখে পানি আটকাতে পারিনি,2023 সালে কেমন হবে তুরস্ক,দিরিলিস আরতুগ্রুল সিরিজ দেখে ৬০ বছর বয়সী নারীরবইসলাম গ্রহন,তুরস্কের,দিরিলিস আরতুরুল,দিরিলিস আরতুগ্রুল সিজন।
#commonsciencephysics,chemistry,mathematics,biology,astronomy,geology,geography,statistics,zoology,botany,microbiology,psychology,solar and lunar eclipses worldwide – 2021,eclipses in 2021,26 may 2021 — total lunar eclipse,10 jun 2021 – annular solar eclipse,8–19 nov 2021 — partial lunar eclipse,4 dec 2021 – total solar eclipse,sorij girhen,chand girhen,solar eclipse,solar,lunear eclipse,sorij aur chand girhen,2021 soalr eclipse,how many eclipses are there in 2021?
No comments