ইরানের ইসলামি বিপ্লব ১৯৭৯ সাল।
ইরান কিভাবে ইসলামি রাষ্ট্রে পরিনত হয়।
১৯৭৮ সাল ইরানের রাজধানী তেহরান উত্তাল সাধারণ ইরানীদের বিক্ষোভে। তেহরান ছাড়াও বিক্ষোভ ছড়িয়ে পড়তে থাকে অন্যান্য শহরগুলোতে । তৎকালীন শাসক শাহ পাহলভীর বিরুদ্ধে আন্দোলন ।
এতে অংশ নেন শিক্ষার্থী থেকে শুরু করে সব শ্রেণি-পেশার মানুষ। শান্তিপূর্ণ বিক্ষোভ দমাতে নির্বিচারে গুলি চালায় যুক্তরাষ্ট্রের মদদপুষ্ট সরকার এর নিরাপত্তা বাহিনী। এতে নিহত হন বেশ কয়েকজন শিক্ষার্থী,
অগ্নিগর্ভে পরিণত হয় গোটা ইরান। জোরদার করা হয় শাহ রেজার পতনের আন্দোলন। নানা প্রচেষ্টা করে কয়েক মাসে বিক্ষোভ দমাতে পারেনি, শাহ রেজা কড়া নিরাপত্তায় ১৯৭৯ সালের ১৬ জানুয়ারি মিশরের উদ্দেশ্যে ইরান ত্যাগ করেন। তিনি মূলত এর মাধ্যমে সূচিত হয় ইরানের ইসলামী বিপ্লব।
শাহ রেজার দেশ ত্যাগের পর ১৯৭৯ সালের পহেলা জানুয়ারি ১৫ বছরের নির্বাসন শেষে দেশে ফেরেন ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আল খোমেনী। বিমানবন্দরে তাকে উষ্ণ সংবর্ধনায় মাধ্যমে বরণ করে নেন দেশবাসী, তবে তিনি দেশে ফেরার প্রতিবাদে পাল্টা বিক্ষোভ করেন।
শাহ রেজার সমর্থকরা বিপ্লবীদের সাথে তাদের তুমুল সংঘর্ষ বাধে, বিভক্ত হয়ে পড়েন সাধারণ ইরানিরা। সংকট সমাধানে সিদ্ধান্ত নেয়া হয় অবশেষে ১১ ফেব্রুয়ারি গণভোটে বিজয়ী হন আয়াতুল্লাহ আল খোমেনীর সমর্থকরা । পশ্চিমা ভাবধারায় পরিচালিত দেশটি রাতারাতি পরিবর্তিত হয় ইসলামী ভাবধারায়।
তারপর ক্ষমতা চলে যায় ধর্মীয় নেতাদের হাতে, এমন অবস্থার মধ্যে চিকিৎসার অজুহাতে মিশর থেকে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান ক্ষমতাচ্যুত শাহ রেজা এতে ওয়াশিংটন এর উপর মারাত্মকভাবে ক্ষুব্ধ হন সাধারণ ইরানিরা।
ইরানের তেহরান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা হামলা চালায় মার্কিন দূতাবাসে জিম্মি করা হয় ৫২ মার্কিনীকে। এর জেরে ১৯৮০ সালে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে প্রথমবারের মতো নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র, তবে এক বছর ২ মাস ১৯ দিন পর ছেড়ে দেয়া হয় মার্কিন জিম্মিদের।
এরপর ইরানের বিরুদ্ধে আরোপিত নিষেধাজ্ঞা তুলে নিতে অস্বীকৃতি জানায় যুক্তরাষ্ট্র। আর তখন থেকেই দেশ দুটির মধ্যে দানা বাঁধতে শুরু করে অবিশ্বাসের, যা আজ রূপ নিয়েছে চরম বৈরিতায়।
ইরানের ইসলামিক বিপ্লব,ইসলামি বিপ্লব,ইরানের বিপ্লব,সাউর বিপ্লব,বিভিন্ন বিপ্লব,ইসলাম,বিগত সালের শিক্ষক নিবন্ধন প্রশ্ন,হুজ্জাতুল ইসলাম,bcs evaluation bcs agreement বিপ্লব,হুজ্জাতুল ইসলাম ইউনুস গাজী,
বিবিসি প্রবাহ,ইরান,বিজ্ঞানের 400 প্রশ্ন । বিসিএস প্রিলি প্রস্তুতি,বিশ্ব পরিচিতি,বিবিসি বাংলা,বিবিসি ক্লিক,সাম্প্রতিক সাধারণ জ্ঞান ২০২০,স্বপ্নের চাকরি,বিসিএস পরীক্ষার প্রিলিমিনারি প্রশ্ন সমাধান,#স্বপ্নের চাকরি,ডোনাল্ড ট্রাম্প,ইরাক- ইরান যুদ্ধ,
আন্তর্জাতিক বিশ্ব,বাংলাদেশ বিষয়াবলী সাধারণ জ্ঞান,ইরাক,১৯৭৯,ইরান,ইরাক- ইরান যুদ্ধ,টিকটক ভিডিও কিভাবে তৈরি করে,গন কবরে রুপ নিয়েছে ইরান -,ইসলামি বিপ্লব,জামায়াতে ইসলামি বাংলাদেশ,ইসলামিক ভিডিও,ইরানের বিপ্লব,
দেশ পরিচিত,যুক্তরাষ্ট্র,দেখুন যে অলৌকিক ঘটনার মাধ্যমে মালদ্বীপে ইসলামের আলো ছড়িয়ে পড়েছিল,যুক্তরাষ্ট্রের বিপক্ষে মিশরের প্রস্তাব,জেরুজালেম ইস্যুতে যুক্তরাষ্ট্রে,মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প,ট্রাম্পকে তালাক,
ফিলিস্তিনের পিঠে ছুরি মেরেছেন ট্রাম্প,খ্রিস্টানরা বাইবেল মানে না অথচ মুসলিমদে ধোকায় দেয়,ট্রাম্প,তুরস্ক-ইরান-ইসরাইল
No comments