আত্মশুদ্ধি ও আত্মগঠনের কয়েকটি উপকরণ। (প্রথম পর্ব)
আত্মশুদ্ধি ও আত্মগঠনের কয়েকটি উপকরণ।
নিজেকে আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালার কাছে সমর্পন করা
যে তার নিজের বিষয়কে আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালার কাছে সমর্পণ করে সে চিরস্থায়ী আরাম ও সার্বক্ষণিক চিন্তামুক্ত জীবন যাপন করে। একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা ছাড়া সে কোন কিছু নিয়ে চিন্তা করার উর্ধ্বে। আমিরুল মুমিনীন যেরকম বলেছেন :‘‘ আমি সন্তুষ্ট ছিলাম যা আল্লাহ আমার জন্য নির্ধারণ করেছেন এবং আমি আমার বিষয়কে আমার সৃষ্টিকর্তার কাছে সমর্পণ করেছি।’’
চলে যাওয়া বিষয়গুলোতে আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা যে রকম ভালো ছিলেন (মানুষের প্রতি) , সেরকমই তিনি থেকে যাওয়া বিষয়গুলোতেও (মানুষের প্রতি) ভালো থাকবেন। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা বলেছেনঃ একজন বিশ্বাসীর ভাষায় যে ছিলো ফেরাউনের লোকজনের ভেতরেঃ
) و َأُفَوِّضُ أَمْرِي إِلَى اللَّـهِ إِنَّ اللَّـهَ بَصِيرٌ بِالْعِبَادِ فَوَقَاهُ اللَّـهُ سَيِّئَاتِ مَا مَكَرُوا وَحَاقَ بِآلِ فِرْعَوْنَ سُوءُ الْعَذَابِ(
‘‘ আমি আমার বিষয়কে আল্লাহর কাছে সমর্পণ করছি , নিশ্চয়ই আল্লাহ তার বান্দাহদের দেখেন। তাই আল্লাহ তাকে রক্ষা করলেন তাদের পরিকল্পনার অনিষ্ট থেকে এবং সবচেয়ে খারাপ শাস্তি ফেরাউনের দলকে স্পর্শ করলো।’’ (সূরা মুমিনঃ 44-45)
***تفوید (তাফউইদ বা সমর্পণ করা) শব্দটিতে পাঁচটি অক্ষর আছে , প্রত্যেকটি অক্ষরে একটি আদেশ রয়েছে। যে এ আদেশগুলো গ্রাহ্য করে সে এগুলো মেনে চলে- যেমনترک (তারক বা পরিত্যাগ করা) এর‘ ت ’যার অর্থ হলো এ পৃথিবীতে পরিকল্পনাগুলো ত্যাগ করা ;فنا (ফানা বা বিলীন হওয়া)-এর‘ ف ’ যার অর্থ আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা ছাড়া সবকিছুর আশা বিলীন হওয়া ;وفا (ওয়াফা বা চুক্তি)-এর‘ و ’ যা হলো চুক্তি বাস্তবায়ন করা এবং প্রতিশ্রুতির পূরণ করা ;یأس (ইয়া’ স বা হতাশ হওয়া)-এর‘ ی ’ যা হলো নিজেকে নিয়ে হতাশ হওয়া এবং তোমার রবের বিষয়েیقین ইয়াক্বীন এবংضمیر (দামির বা বিবেক)-এর‘ ض ’ , যা হলো একমাত্র আল্লাহর জন্য বিবেক এবংضرورة (দারুরাহ বা প্রয়োজন) তাঁকে (আল্লাহকে) প্রয়োজন। যে তার সবকিছু আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালার কাছে সমর্পণ করে সে সকালে ঘুম থেকে উঠে সব খারাপ মুক্ত হয়ে এবং রাতে সে বিশ্বাসের পূর্ণ নিরাপত্তা নিয়ে ঘুমায়।
হে আল্লাহ তুমি আমাদের চাওয়া পাওয়া পূরণ করো। আর তোমার দিনের পথে কবুল করো।
No comments